বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
বিচ্ছিন্ন সংঘর্ষ আর অভিযোগ নিয়ে চলছে চসিক নির্বাচন
Home Page » সংবাদ শিরোনাম » বিচ্ছিন্ন সংঘর্ষ আর অভিযোগ নিয়ে চলছে চসিক নির্বাচনচট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সঙ্গে আরেক পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সির প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও তার সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী ফজল কবীর আহম্মেদ ওরফে এফ কবীর ও তার সমর্থকদের সকাল ৮টার পর থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে এফ কবীরের সঙ্গে যোগ দেয় লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীদারুল আলম মাসুম ও তার ছেলেরা। এ সময় তিন পক্ষের লোকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে উভয় দলের কমপক্ষে ১০-১২ জন আহত হন।
চট্টগ্রাম উত্তরের উপ-পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় প্রার্থী ও তাদের সমর্থকদের শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বলেন, এফ কবীরের সঙ্গে দীদারুল আলম ও তার ছেলেরা মিলে আমার ও সমর্থকদের ওপর হামলা করেছে। তারা আমার ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রদানে বাধা দিয়েছে এবং এজেন্টদের মারধর করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে এফ কবীর বলেন, আবুল হাসনাতের লোকেরাই তার ওপর হামলা করে অনেক মানুষকে আহত করেছে।
বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৫ ৪৯২ বার পঠিত # #আওয়ামিলীগ #চট্রগ্রাম সিটি নির্বাচন #বিএনপি #সংঘর্ষ