মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১

নুসরাতের হুমকি পারলে আমায় ধর্ষণ করে দেখাক

Home Page » বিনোদন » নুসরাতের হুমকি পারলে আমায় ধর্ষণ করে দেখাক
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১




ফাইল ছবি 

মো: সুমন হোসেন :টালিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি নুসরাত জাহান ভারতের রাজনৈতি দল বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন। এসময় তিনি ধর্ষণ প্রসঙ্গেও কথা বলেছেন।

সোমবার (২৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গে এক জনসভায় সবাইকে সত্যের পাশে থাকতে আহ্বান জানিয়ে বলেন, বাংলার মাটিতে কোনো মেয়ের অসম্মান হতে দেব না।

সম্প্রতি টালিউডের দুই অভিনেত্রী সায়নী ঘোষ এবং দেবলীনা দত্তের সঙ্গে বিজেপির প্রকাশ্য বিতণ্ডা প্রসঙ্গেও কথা বলেন এমপি নুসরাত। তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানকার মেয়েরা ধর্ষণের হুমকিকে ভয় পায় না।

ধর্ষণের হুমকি আমিও পাই। আমি বা এই মঞ্চে উপস্থিত কোনো মহিলা এ ধরনের হুমকিতে ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।

বিজেপিকে উদ্দেশ্য করে নুসরাত বলেন, তোমরা বাংলার সংস্কৃতি বোঝ? বোঝ না বলেই এখানকার মেয়েদের অপমান করো। কিন্তু জেনে রাখ– বাংলার মেয়েদের সম্মান তাদের হাতেই। তাই তোমরা কেড়ে নিতে পারবে না।

নুসরাত বলেন, আমি আপনাদের পাশে আছি। জাতি-ধর্ম নির্বিশেষে সকলে একসঙ্গে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। যে দল মানুষের পাশে নেই, তার জায়গা হবে না বাংলার মাটিতে।

অন্যায়ের বিরুদ্ধে সমবেত হয়ে এগিয়ে আসার বার্তা শোনা গেল নুসরাতের গলায়। মানুষকে ‘চোখ-কান খোলা’ রাখার কথা বললেন তিনি।

নুসরাত বলেন, কোনো ঝামেলা হলেই নিজের দলের মহিলা কর্মীদের এগিয়ে দেয় বিজেপি। কারণ মেয়েদের সম্মান করতে জানে না তারা।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:০০   ৫৮৯ বার পঠিত   #  #  #  #  #