সোমবার, ৫ আগস্ট ২০১৩

“ঈদে মোশাররফ ও তার স্ত্রী”

Home Page » বিনোদন » “ঈদে মোশাররফ ও তার স্ত্রী”
সোমবার, ৫ আগস্ট ২০১৩



bluff-master-bg20130805015215.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী জুঁই গত কয়েক বছর ধরে অভিনয় শুরু করেছেন। এখন তিনি একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেন। এবার ঈদে মোশাররফ করিম ও জুঁইকে একটি নাটকে দেখা যাবে।রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় ‘ব্লাফ মাষ্টার’ নামে একটি সিরিজ নাটকে অভিনয় করেছেন তারা। টম ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে ঈদের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত। প্রতিদিন রাত ৭টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার হবে।এতে আরো অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, নাঈম, প্রাণ রায় বিদ্যা সিনহা মিম, নাফিজা জাহান, সামিয়া আফরিন, মনিরা মিঠু ও ইশিকা।

বাংলাদেশ সময়: ১৪:২১:৪০   ৪৯১ বার পঠিত