সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
ভাঙ্গায় ট্রাক চাপায় নিহত-২ আহত-১
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ট্রাক চাপায় নিহত-২ আহত-১
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত ট্রাক চাপায় মোটর সাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাসষ্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও একজন মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে মোটর সাইকেল চালক মোঃ সাকিব (১৩) ও নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের ছেলে মোটর সাইকেল আরোহী শাহীন মাতুব্বর (১৪)। গুরুতর আহত হলেন ঝালকাঠি জেলার পূর্বচাঁদকাঠি এলাকার মোবারক গাজীর ছেলে মোঃ লাবলু (৩৬)।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, একটি মোটর সাইকেল চালিয়ে উপজেলার নাজিরপুর গ্রাম থেকে মামাত ভাইকে সাথে নিয়ে নিজ বাড়ী ঘারুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সাকিব। অপর দিক থেকে আসা ফরিদপুর গামী একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলটির চালক ও আরোহী ছিঁটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। অপর দিক থেকে আসা ঝালকাঠি গামী আরোও একটি মোটর সাইকেলের সাথে ট্রাকটির সংঘর্ষ হয়। পরে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহত লাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মরদেহ দুইটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৮:২৪ ৯৩২ বার পঠিত #ট্রাক চাপায় নিহত #ফরিদপুর #ভাঙ্গা #মোটর সাইকেল চালক নিহত