শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
যুক্তরাষ্ট্রের সেনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে।
Home Page » বিশ্ব » যুক্তরাষ্ট্রের সেনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে।
সিফাত উল্লাহ, প্রতিনিধি বঙ্গনিউজঃ যুক্তরাষ্ট্রের সেনেটে ফেব্রুয়ারি মাস থেকে দ্বিতীয়বারের মতো অভিশংসন বিচার শুরু হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একটি সমঝোতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘সহিংসতায় উস্কানি’ দেয়ার অভিযোগে অভিশংসন আর্টিকেলটি সোমবার সেনেটে পাঠাবে ডেমোক্র্যাটরা।
কিন্তু ফেব্রুয়ারির আট তারিখের আগে এই বিষয়ে শুনানি শুরু হবে না। কারণ মি. ট্রাম্পের পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য তার আইনজীবীদের দুই সপ্তাহ সময় দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে গত ৬ই জানুয়ারির ভয়াবহ সহিংসতার জন্য সাবেক প্রেসিডেন্টকে দায়ী করছে ডেমোক্র্যাটরা।
ক্যাপিটলে সহিংসতার জন্য গত সপ্তাহে মি. ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করেছে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ফলে এখন সেনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।
সেক্ষেত্রে তিনি হবেন সেনেটে বিচার হওয়া সাবেক প্রেসিডেন্ট হিসাবে প্রথম ব্যক্তি।
এর আগে আর কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দোষী সাব্যস্ত হলে ভবিষ্যতে আর কোন সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৩ ৪৪১ বার পঠিত #অভিশংসন বিচার #ডোনাল্ড ট্রাম্প #যুক্তরাষ্ট্র