শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা’র কবিতা “এ কি হলো”!
Home Page » বিবিধ » এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা’র কবিতা “এ কি হলো”!এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা
বদলে গেল কাজের ধরণ,
রাখুন এবার জাতীয় করণ;
ইএফটিতে দিচ্ছি ঝুল,
এমপিওতে নামের ভুল।
ব্যস্ত সবাই কারেক শনে
জাতীয়করণ আরেক সনে।
সব গুলে যায়, সব ভুলে যাই
এত কাজের চাপ টাতে,
জাতীয়করণ পড়ল চাপা
নাম শোধনের ঝাপটাতে।
কবি পরিচিতি ;
এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা,
সহকারী শিক্ষক,
জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।
বাংলাদেশ সময়: ২১:২৩:৩০ ৫২৩ বার পঠিত