বুধবার, ২০ জানুয়ারী ২০২১
ভাঙ্গায় মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নতুন কমিটির ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড নতুন কমিটির ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড ফরিদপুর জেলা শাখার নতুন কমিটির প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কমিটি সভাটির আয়োজন করেন।
ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সভাপতি আবুল ফয়সাল মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাকিবুল খান জীবন, স¤্রাট মল্লিক, অনিক মাহমুদ (মিলন), আহমেদ উল্লাহ (হৃদয়), মাহমুদুল হাসান (মান্নান), সামিত হাসান, তসিমুল ইসলাম (তমাল), মশিউর রহমান (শাকিল), শারাফাত খান প্রমূখ।
উক্ত সময়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমত উল্লাহর (সাব্বির) সঞ্চালনায় সংগঠনটির দিক নির্দেশনা ও গঠনতন্ত্রের বিষয়ে আলোকপাত করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান (সাদ্দাম)।
উল্লেখ্য, গত ১৪/০১/২০২১ ইং তারিখে কেন্দ্রিয় সংসদের চেয়ারম্যান ও মহাসচিব স্বাক্ষরিত ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২২:৫০:১৩ ৮৮১ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড