বুধবার, ২০ জানুয়ারী ২০২১

পরিবহনের সময় ১১৯০০ করোনার টিকার ডোজ নষ্ট

Home Page » বিশ্ব » পরিবহনের সময় ১১৯০০ করোনার টিকার ডোজ নষ্ট
বুধবার, ২০ জানুয়ারী ২০২১



ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে পরিবহনের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণজনিত ত্রুটির কারণে মর্ডানার ১১ হাজার ৯০০ ডোজ করোনার টিকা নষ্ট হয়ে গেছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। এই টিকা পরিবহনের দায়িত্বে ছিল ম্যাককেসন করপোরেশন নামের একটি পরিবহন সংস্থা।

মিশিগান রাজ্য স্বাস্থ্য বিভাগের মুখপাত্র লিন সুতফিন বলেন, ক্ষতিগ্রস্ত টিকা কাউকে দেওয়া হবে না।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন, যাদের টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এ ঘটনায় তাঁরা একটু হতাশ হয়েছেন। নষ্ট হওয়া টিকা ১৮ ও ১৯ জানুয়ারি পাঠানো হয়েছিল। ম্যাককেসন পরিবহনে তাপমাত্রা বিঘ্নের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ছাড়া টিকার অতিরিক্ত ডোজ পাঠানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে।

রাজ্য আধিকারিকেরা জানিয়েছেন, ফেডারেল সরকারকে ৪ লাখ ৪৪ হাজার ডোজ টিকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা মিশিগানে জন্য ২ লাখ ৫৮ হাজার ১০০ ডোজ টিকা পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৪৯   ৫৪২ বার পঠিত   #  #  #  #  #