বুধবার, ২০ জানুয়ারী ২০২১

২/৩ ‍দিন বৃষ্টির পর আসছে আরেকটি শৈত প্রবাহ…

Home Page » বিবিধ » ২/৩ ‍দিন বৃষ্টির পর আসছে আরেকটি শৈত প্রবাহ…
বুধবার, ২০ জানুয়ারী ২০২১



 ফাইল ছবি

মাঘের শুরুতে শীত জেঁকে বসতে শুরু করেছে। বুধবার (২০ জানুয়ারি) থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন অর্থাৎ ২৩ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাওসার পারভীন চলতি মাসের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানান। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে।

গতকাল কাওসার পরভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং কুয়াশা থাকার কারণে শীত অনুভূত হচ্ছে। তবে এটা শৈত্যপ্রবাহ না। দেশের সকল স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি।

শীত ও বৃষ্টি নিয়ে তিনি বলেন, বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে। পুরো জানুয়ারিই শীত থাকবে।

ঢাকায় চলমান আবহাওয়া পরিস্থিতিকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিচারে শৈত্যপ্রবাহ বলা যায় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং কুয়াশা থাকায় শীত অনুভূত হচ্ছে। তবে আগামী শনিবার থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪০   ৫৫১ বার পঠিত   #  #  #  #  #