সোমবার, ১১ জানুয়ারী ২০২১

ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে বাছাইকৃতদের ভর্তি

Home Page » প্রথমপাতা » ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে বাছাইকৃতদের ভর্তি
সোমবার, ১১ জানুয়ারী ২০২১



ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য অনুষ্ঠিত লটারীর পূর্বে বক্তব্য রাখেন ইউএনও
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির কার্যক্রম। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে লটারীর মাধ্যমে বাছাইকৃতদের ভর্তি করা হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, একাডেমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন ফকির, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
বিদ্যালয়ে এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বালক শাখায় আবেদন করেন ৩৩২ জন, বালিকা শাখায় ২৬৪ জন। মোট সিটের সংখ্যা ৩৬০ টি। লটারীর মাধ্যমে বাছাইকৃত হয়েছেন বালক ১৮০ জন ও বালিকা ১৮০ জন। আগামী ১৩ জানুয়ারী থেকে বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২১   ৮১৬ বার পঠিত   #  #  #  #