সোমবার, ১১ জানুয়ারী ২০২১

নির্ধারিত সময়ে হচ্ছে না অমর একুশে বইমেলা !!!

Home Page » জাতীয় » নির্ধারিত সময়ে হচ্ছে না অমর একুশে বইমেলা !!!
সোমবার, ১১ জানুয়ারী ২০২১



ফাইল ছবি

মো: সুমন হোসেন : ভাষার মাস ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশের চেতনা লালিত বইমেলা। বইমেলা হবে না মার্চেও। এরপর এপ্রিল-মে মাসে পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন হতে পারে। তবে সেটাও অনেক ‘যদি’ ‘কিন্তু’ তে আটকে আছে।

বাংলা একাডেমির সভাপতি ফোকলোরবিদ, গবেষক শামসুজ্জামান খান ইত্তেফাককে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজন স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত বইমেলা আয়োজন সম্ভব নয়।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। মার্চেও সেটা আয়োজন করা কঠিন হবে। কেন না, বইমেলা আয়োজনের প্রস্তুতি নিতে কমপক্ষে দেড় মাস সময় লাগে।

বাংলাদেশ সময়: ১২:১৭:২৩   ৪৯৯ বার পঠিত   #  #  #