বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

মধ্যনগরে ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Home Page » সারাদেশ » মধ্যনগরে ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১



স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানা ছাত্রলদলের নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছে মধ্যনগর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির একাংশ।

বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা শেখ ফরিদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গতকাল (৬ জানুয়ারি) রাতের আধাঁরে ত্যাগী নেতাদের বাদ দিয়ে,এলাকার বাহিরে যারা সারাবছর থাকে ও যারা দলীয় রাজনীতি ছাড়াও অন্য দলের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কে দিয়ে টাকার বিনিময়ে কমিটির অনুমোদন দিয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল যাহা সম্পূর্ণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। ছাত্রদলের নবগঠিত উক্ত আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন করে ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি গঠনের ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতি আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিল নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বাপ্পী হাসান,শহিদুল রহমান, সদস্য আসিফ সারোয়ার,আরিফ মিয়া প্রমুখ।
এই ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১২:৫২   ৫৯৪ বার পঠিত   #  #  #  #