বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
মর্ডানার টিকা অনুমোদন দিলো ইউরোপ
Home Page » বিশ্ব » মর্ডানার টিকা অনুমোদন দিলো ইউরোপইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবার মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না উদ্ভাবিত টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিভাগ আজ বুধবার এ অনুমোদন দেয়। এর আগে ইইউ ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ বুধবার ইইউ’র স্বাস্থ্য বিভাগ এক টুইট বার্তায় মডার্না উদ্ভাবিত করোনার টিকা আনুষ্ঠানিকভাবে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।
খবরে বলা হয়েছে, এর ফলে এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো চাইলে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পাশাপাশি মডার্নার ভ্যাকসিনও ব্যবহার করতে পারবে।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মডার্না উদ্ভাবিত এমআরএনএ-১২৭৩ টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের বিষয়ে অনুমতি দেয়। এ ছাড়া কানাডা ও ইসরায়েলও মর্ডানার টিকা ব্যবহারের ছাড়পত্র দিয়েছে।
এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, কোনো জনগোষ্ঠীকে চূড়ান্তভাবে করোনা থেকে মুক্ত করতে হলে ওই জনগোষ্ঠীর শতকরা ৬৫ থেকে ৭০ ভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধে কার্যকর অ্যান্টিবডির উপস্থিতি নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫ কোটি মানুষকে ধাপে ধাপে টিকার আওতায় আনা হবে।
উল্লেখ্য, মডার্নার দাবি, তাদের উদ্ভাবিত টিকাটি করোনা প্রতিরোধে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর।
বাংলাদেশ সময়: ১১:১৩:৩৭ ৪৬৮ বার পঠিত #অনুমোদন #ইউরোপীয় ইউনিয়ন #করোনা #টিকা