রবিবার, ৪ আগস্ট ২০১৩
“এবারের ঈদে আজবের চার অ্যালবাম”
Home Page » বিনোদন » “এবারের ঈদে আজবের চার অ্যালবাম”বঙ্গ- নিউজ ডটকমঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন রেকর্ড লেবেল আজব রেকর্ডস্ প্রকাশ করলো চারটি অডিও অ্যালবাম।অ্যালবামগুলো হলো দলছুট ও সোলস-এর কিংবদন্তী, জয় ও পারভেজ-এর ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’, মিক্সড অ্যালবাম ‘মিত্র’ এবং সুবর্ণার অ্যালবাম ‘বারামখানা’।
‘কিংবদন্তী’ অ্যালবামে গান আছে ৭টি। সঞ্জীব চৌধুরীর গানের খাতা থেকে নেওয়া গানগুলোর মধ্যে একটি গানের কণ্ঠ সঞ্জীব চৌধুরীর দেওয়া। বাকি ৬টি গান এর ৩টি করে দলছুট ও সোলসের। সঞ্জীব চৌধুরীকে উৎসর্গীকৃত এই অ্যালবামটি ২০০৮ সালে প্রথম প্রকাশের পর এবার আজব থেকে বাজারে এলো।
এছাড়া ১২-১২-১২ তে প্রকাশিত জয় ও পারভেজের ‘দি ব্রাদারহুড প্রজেক্ট’ এতে মোট গান আছে ৭টি।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও মালয়েশিয়ার ১৩ ব্যান্ড ও শিল্পীর মিক্সড অ্যালবাম ‘মিত্র’। নাবিদ সালেহীন নিলয়ের আয়োজনে অ্যালবামটিতে গান করেছে দি ব্রাদারহুড প্রজেক্ট, দি এক্স, উমর ইমতিয়াজ, ইথার, ওয়াইয়ো, আমির আই, ভেনোমাস, দি শ্যাডো, জুমলা, টার্ফ, জাগ, পেমা অ্যান্ড ফ্রেন্ডস এবং আশিক এম. ফাহিম।
আর ‘বারামখানা’ সুবর্ণার প্রথম অ্যালবাম। এতে গান আছে ৮টি। শরিফ সুমনের সঙ্গীতায়োজনে এই অ্যালবামে মূলত লালনের গান গেয়েছেন চট্টগ্রামের এই শিল্পী।
বাংলাদেশ সময়: ৮:২৫:৪২ ৪৮০ বার পঠিত