বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
ভাঙ্গায় ৬ লক্ষাধিক টাকার পলিথিন ধ্বংস ২ জনকে বিনাশ্রম কারাদন্ড
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৬ লক্ষাধিক টাকার পলিথিন ধ্বংস ২ জনকে বিনাশ্রম কারাদন্ড
ব্যুরো চিফ, ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় ৬ লক্ষাধিক টাকার পলিথিন ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন রেল লাইনের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের উপস্থিতিতে পলিথিন গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই জনকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
কারাদন্ড প্রাপ্তরা হলেন ঝালকাঠির নলসিটি থানার আমতলী এলাকার আঃ মোতালেব হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩০), ঢাকার দোহার থানার ফুলতলা এলাকার জানে আলম শিকদারের ছেলে গাড়ী চালক সোহেল শিকদার (৩২)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, অবৈধ পলিথিন ভর্তি একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৭-৬৪২০) ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোর যাচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের বগাইল ব্রিজ সংলগ্ন স্থান থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার অবৈধ পলিথিন জব্দ ও ধ্বংস করেছি। জড়িত থাকায় দুই জনকে কারাদন্ড দেয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার এস আই সৌকত হোসেন, এ এস আই মহসিন, পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৬:০৩:১৩ ৭৯৫ বার পঠিত #পলিথিন #ফরিদপুর #ভাঙ্গা #ভ্রাম্যমান আদালত #মুহাম্মদ আল-আমিনে