মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১

টিউশনির টাকা জমিয়ে শীতবস্ত্র নিয়ে দুস্থদের পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্র ইন্দ্রজিৎ

Home Page » বিবিধ » টিউশনির টাকা জমিয়ে শীতবস্ত্র নিয়ে দুস্থদের পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্র ইন্দ্রজিৎ
মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১




ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ ইচ্ছে থাকলেই সমাজসেবা করা সম্ভব। নিজ অবস্থান  থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় এগিয়ে আসলেই হাসি ফোটানো যায় বিত্তহীনের মুখে।এমনি উদ্যোগ নিয়ে এগিয়ে আসলেন ঢাবি শিক্ষার্থী ইন্দ্রজিৎ বিশ্বাস। টিউশনির জমানো টাকা দিয়ে নিজ এলাকার দুস্থ মানুষের মধ্য শীতবস্ত্র বিতরন করেন। ইন্দ্রজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

করোনার কারনে বাড়িতে বসে একটা টিউশনি করে মাসে প্রায় চার হাজার টাকা আসতো তার।সেই টাকা থেকে কিছু জমিয়ে ১০ টি পরিবারের মাঝে কম্বল বিতরন করেন নড়াইল সদর উপজেলা বাশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে। ঐ গ্রামের দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করায় তারা অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছে।

এ বিষয়ে ইন্দ্রজিৎ বিশ্বাসের সাথে কথা বললে তিনি দৈনিক নবযাত্রাকে জানান, “আমার গ্রামের মানুষের পাশে দাড়ানোর একান্ত ইচ্ছে,সেই ইচ্ছে থেকেই এই ছোট্ট প্রচেষ্টা। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করার ইচ্ছে আছে, আশা করি ভবিষ্যতে এভাবে গ্রামের মানুষের পাশে দাড়াতে পারবো।”

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। নিজ নিজ অবস্থান থেকে তরুণরা সমাজের উন্নয়নে এগিয়ে আসলে দ্রুতই সকল অন্ধকার দুর হবে,হাসি ফুটবে।এমনটাই প্রত্যাশা সবার।

বাংলাদেশ সময়: ২২:১৭:৩৬   ৬১৯ বার পঠিত   #  #