সোমবার, ৪ জানুয়ারী ২০২১

গণপূর্তের করা টিএসসির খসড়ার নকশা পছন্দ হয়নি ঢাবির

Home Page » জাতীয় » গণপূর্তের করা টিএসসির খসড়ার নকশা পছন্দ হয়নি ঢাবির
সোমবার, ৪ জানুয়ারী ২০২১



গণপূর্তের করা টিএসসির খসড়া নকশা পছন্দ হয়নি ঢাবির

বঙ্গ-নিউজঃঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া চাহিদার আলোকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একটি খসড়া নকশা প্রস্তুত করেছে গণপূর্ত অধিদপ্তর। কিন্তু নকশাটি ‘মনঃসিনেট ভবনের সভাকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দলের বৈঠক হয়৷ ওই বৈঠকে টিএসসিকে ভেঙে নতুন করে গড়ার খসড়া নকশাটি উপস্থাপন করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।গত বছরের ২ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনটিকে তিনি আধুনিক ভবন হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনের নকশা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়৷ টিএসসিকে নতুন করে গড়ার লক্ষ্যে সরকারের গণপূর্ত অধিদপ্তর কাজ করছে৷ কিছুদিন আগে গণপূর্তকে টিএসসি নিয়ে নিজেদের চাহিদাপত্র দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় রোববার কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্তের ওই সভা হলোণপূর্তের খসড়া নকশায় টিএসসির বিদ্যমান সব ভবন ভেঙে নতুন তিনটি ভবন নির্মাণের কথা বলা হয়৷ টিএসসির সামনের প্রশস্ত ভবনটি ভেঙে একটি ছয়তলা ভবন এবং ভেতরের মিলনায়তনটি ভেঙে আরও একটি ছয়তলা ভবন নির্মাণের কথা বলা হয় সেখানে৷ এ ছাড়া টিএসসির ক্যাফেটেরিয়া ও অতিথিকক্ষের স্থলে ৯ তলা একটি ভবন নির্মাণের কথা বলেন গণপূর্তের প্রকৌশলীরা। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বললেন, টিএসসির স্বাতন্ত্র্য বজায় রেখেই সংস্কার করা হবে। টিএসসিতে এখন যে তিনটি ভবন আছে, এমন তিনটি ভবনেই সবকিছু হবে। শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এই তিন ভবনেই প্রয়োজনীয় সম্প্রসারণ করা হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বড় পরিসর ও ক্যাম্পাসের সবুজায়নসহ প্রয়োজনীয় সবকিছুকে প্রাধান্য দিয়েই নকশা প্রস্তুতের জন্য গণপূর্তের প্রকৌশলীদের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৪:৫০   ৪৯০ বার পঠিত   #  #