শনিবার, ৩ আগস্ট ২০১৩
জিপিএ-৪ পেয়েছে লিমন
Home Page » বিবিধ » জিপিএ-৪ পেয়েছে লিমনবঙ্গ-নিউজ ডটকম: র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেন এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। তার এখন স্বপ্ন ব্যারিস্টার হবেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পিরোজপুরের কাউখালী পিজিএস ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন লিমন।
শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিমন জিপিএ-৪ পেয়েছেন তিনি।
গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ২০১১ সালে র্যাবের গুলিতে আহত হওয়ায় প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারেননি লিমন।
দুপুরে কাউখালীর কলেজে গিয়ে পরীক্ষার ফল জানেন তিনি।
লিমন সাংবাদিককে বলেন, “আমি নির্দোষ, আজ তা প্রমাণ হয়েছে। গরিব ঘরের সন্তান হওয়ায় পড়ালেখা করে বড় হওয়ার স্বপ্ন ছিল ছেলেবেলা থেকেই। তাই এত বিপদের মধ্যেও আমি লেখাপড়া চালিয়ে গেছি।”
লেখাপড়া চালিয়ে ব্যারিস্টার হতে চান বলে জানান তিনি।
২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে লিমন র্যাবের অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ পা হারান।
এই ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। এবং এই আলোচনা এখনো চলছে। লিমনের বিরুদ্ধে র্যাবের করা দুটি মামলা সম্প্রতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ সময়: ১৮:১৯:২৬ ৪২৪ বার পঠিত