সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

অপেক্ষায় জড়ানো প্রতিদিন- উলফাৎ পারভিন রোজী

Home Page » সাহিত্য » অপেক্ষায় জড়ানো প্রতিদিন- উলফাৎ পারভিন রোজী
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০



 অপেক্ষায় জড়ানো প্রতিদিন- উলফাৎ পারভিন রোজী

জীবন এখন স্তব্ধ
সময় যেন থেমে আছে
চারিদিক নিস্তব্ধ,
ভোরের অপেক্ষায়
রাত কাটেনা,
প্রতিটি ক্ষণ, অনুক্ষণ
মনে হয় দীর্ঘদিন,
সময় যেন এক কঠিন বাস্তব,
দিগন্তে ভাবার্থে
এলোমেলো গতিপথে
চলে যাওয়া কিছু স্মৃতিকথা,
স্মৃতির অতলে হারানো
কিছু অপূর্ণতা, কিছু ভুল,
কিছু অস্থির ক্ষণ,
ক্লান্ত শরীর, ক্লান্ত মন,
ক্লান্ত এ জীবন।

এখানে সকাল নেই, দুপুর নেই
জনতা নেই, সমাজ নেই।
চোখদুটো হঠাৎ থমকে যায়,
জীবন যেন শিকল পরা দুঃখের নদী,
চারিদিকে শুধু বিষন্নতা,
অভাবী শ্রাবনের প্লাবনে ভাসা
দুঃখের নদী,
শ্যাওলাযুক্ত এই হৃদয়ে
আছড়ে পড়ছে হাজারো দুঃখের স্মৃতি,
গুমরে, ঠুকরে কেঁদে উঠে হৃদয়ের দেয়াল।
কবিতা এখন নির্বাক নিরব
একাকী দাড়িয়ে ক্লান্ত আমি
অপেক্ষায় জড়ানো প্রতিদিন।

মাঝেমাঝে অস্থির কোন ক্ষণে ভাবি
এ কেমন সময় এখন?
ভাবনা আমায় ভাসিয়ে নিয়ে যায়
পথ হারানো কোন দূর অজানায়।

পৃথিবীর ছোট ছোট ঘূর্ণিঝড়ে
এভাবেই হয়তো কেটে যাবে
কত রাত, কত প্রহর,
বয়ে যাবে নির্মূল শীতল,
অগোচরেই নিঃশেষ হয়ে যাবে
কত অশ্রু আঁখি,
কত স্মৃতি হয়ে যাবে বিদীর্ণতল,
আঁখি দুটো ছলছল করে মোর
এ কোন অনুভবে,
একাকী দাড়িয়ে ক্লান্ত আমি
অপেক্ষায় জড়ানো প্রতিদিন।

বাংলাদেশ সময়: ০:৫৩:২৫   ৫৮৮ বার পঠিত   #  #  #  #  #