শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সরকার এর মধ্যে চুক্তি..

Home Page » বিশ্ব » ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সরকার এর মধ্যে চুক্তি..
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০



 ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য সরকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐকমত্যে পৌঁছেছে। কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে সমাধানে পৌঁছাল দুই পক্ষ। গত কয়েক মাসের দুই পক্ষের আলোচনায় বারবার মতবিরোধের বিষয়টি উঠে আসছিল। ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-এর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক কেমন হবে, তা নিয়ে কোনোভাবেই দুই পক্ষ একমত হতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার এ বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের মধ্যকার বৈঠকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত হয়। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ব্রেক্সিট সম্পন্ন করেছি এবং যেসব সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে, তার পুরো সুবিধা তুলে নিতে পারব।’

বাংলাদেশ সময়: ১৩:০১:০৪   ৫৬৮ বার পঠিত   #  #  #  #