বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Home Page » সারাদেশ » মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধনস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদের বিরুদ্ধে জয়পুর গ্রামে নিরীহ মানুষের ওপর হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুর গ্রামের সামনের সড়কে জয়পুরগ্রামবাসী চেয়ারম্যান আজিম মাহমুদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন, ভূক্তভোগী আনোয়ারা আক্তার, নাসিমা খাতুন, সাইদুর রহমান, দিপু মিয়া, মিশু, সাগর প্রমুখ।
বক্তারা বলেন, গত রবিববার বিকেলে ওই ইউনিয়নের সাতুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে সৌরভের সাথে জয়পুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মুরসালিনের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সৌরভের পক্ষে চেয়ারম্যান আজিম মাহমুদ তার লোকজন নিয়ে ওইদিন মধ্যরাতে জয়পুর গ্রামে গিয়ে মজিবুর রহমানের ভাতিজা মানসিক প্রতিবন্ধী শাহ আলম খোকন কে মারধর করে, পাশ্ববর্তী ঘরগুলোতেও হামলা চালানোর পাশাপাশি একই গ্রামের আর্শাদ মিয়ার ঘরেও হামলা চালানো হয়। লাঞ্চিত করা হয় আর্শাদ মিয়ার স্ত্রীকে। অন্য বাড়িতে অবস্থানকারী মজিবুর রহমান ও তার ছোট ভাই সাইদুর রহমানের হাত ও চোখ বেঁধে চেয়ারম্যান আজিম মাহমুদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবং মজিবুর রহমানের ঘরে ঢোকে তার স্ত্রীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলেননি।
বাংলাদেশ সময়: ২৩:৫২:০১ ৭৯০ বার পঠিত #ইউপি চেয়ারম্যানের #মধ্যনগরে #মানববন্ধন #শাস্তির দাবিতে