মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

সূখী সংসার গড়তে হলে বিষয়গুলো বিয়ের আগেই আলোচনা করে নিবেন

Home Page » সারাদেশ » সূখী সংসার গড়তে হলে বিষয়গুলো বিয়ের আগেই আলোচনা করে নিবেন
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি

শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯টি তালাক হচ্ছে এবং শিক্ষিত মানুষের তালাকের হার বেশি। বিয়ের আগেই আলোচনা করে নেয়া উচিত যে যে বিষয়গুলো,

১. পাত্র-পাত্রীর জটিল কোনো রোগ আছে কি-না। কোনো যৌন রোগ, সংক্রমণ রোগ, কোনো শারীরিক সমস্যা বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। নিজের যেকোনো রোগ সম্পর্কে খোলামেলা আলোচনা করে নিন।

২. বিবাহপূর্ব কোনো সম্পর্ক থেকে থাকলে সেটা আগেই আলোচনা করুন। কিংবা বিয়ের পরে পরকিয়া করতে ইচ্ছুক কি-না সে বিষয়েও জেনে নিবেন। সঙ্গী বহুগামী কি-না তা জেনে নিবেন। বিবাহ বহির্ভূত যেকোনো যৌনসম্পর্ক করলে তা পরিষ্কার ভাবে আলোচনা করে নিবেন। এক্ষেত্রে যে ব্যক্তি যেরকম তার উচিত সেরকম সঙ্গী নির্বাচন করা।
যারা ইসলাম ধর্ম মেনে চলেন বা চলতে ইচ্ছুক তারা ‘সুরা নিসা’র ২য় রুকুর অর্থ ভালমতো পড়ুন।

৩. বিয়ের পরে যৌতুক সমস্যা বা আর্থিক বিষয়াবলির সমস্যা দেখা যায়। এক্ষেত্রে অবশ্যই দুইজনই ইনকাম করবেন। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষ সারাজীবন বেকার বসে থাকা উচিত না। যে ছেলে বউকে দিয়ে চাকরি করাবে না তার উচিত হবে না গ্র‍্যাজুয়েট মেয়ে বিয়ে করা। আর যে মেয়ে চাকরি/রোজগার করতে ইচ্ছুক না তার উচিত হয় নি এই দেশের বিশ্ববিদ্যালয়ের একটা সিট নষ্ট করা।

৫. নিজের ব্যক্তিগত চাহিদা এবং রুচির বিষয়ে জানিয়ে নিবেন। নিজের এমনকিছু পছন্দ-অপছন্দ বা অভ্যাস যা অন্যের নিকট চরম বিরক্তির কারণ হতে পারে তা আলোচনা করে নিবেন। যেমন কারো পছন্দ সংস্কৃতিমনা, মিশুক আবার কারও পছন্দ অন্তর্মুখী স্বভাবের মানুষ।

৬. বিয়ের পরে কয়টি সন্তান নিতে ইচ্ছুক সে বিষয়েও কথা বলা উচিত। কোথায় বসবাস করতে ইচ্ছুক, একে অপরের পরিবারের সাথে কেমন আচরণ আশা করেন সে বিষয়গুলোও আলোচনা করা যেতে পারে।

৭. এবং আমাদের বাঙালি সমাজের চাহিদা অনুযায়ী নিজের শারীরিক সৌন্দর্য সবচেয়ে আকর্ষণীয় থাকাকালীন বিয়ে করা উচিত।

বাংলাদেশ সময়: ১৭:১৮:০৫   ৬১৫ বার পঠিত   #  #  #  #  #