সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Home Page » জাতীয় » ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি
বঙ্গনিউজঃ করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে আগামী এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে  জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

তিনি জানান, আগামী এক সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল; তারা ফ্লাইট চালু হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে রোববার সৌদি সরকার আগামী এক সপ্তাহ সে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয়। একই সঙ্গে সড়ক ও নৌপথেও সৌদিতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৩   ৫৩৭ বার পঠিত   #  #  #  #