শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
আজ শুরু থেকে রাজধানীর ৯৮ ওয়ার্ডে মৌসুম পরবর্তী এডিস জরিপ
Home Page » জাতীয় » আজ শুরু থেকে রাজধানীর ৯৮ ওয়ার্ডে মৌসুম পরবর্তী এডিস জরিপবঙ্গনিউজঃ স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে আজ (শুক্রবার) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মৌসুম পরবর্তী এডিস সার্ভে (জরিপ) শুরু হচ্ছে।
১০ দিনব্যাপী এ সার্ভে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ১০০টি সাইটে এ জরিপ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ২০টি টিম জরিপে এতে অংশগ্রহণ করবে।
কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মৌসুম পরবর্তী এডিস মশার উপস্থিতিও ঘনত্ব পরিমাপের জন্য নির্ধারিত প্রটোকলের ওপর বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জাতীয় ম্যালেরিয়া নির্মূলে এডিস মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি অফিসের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন ৪ ও ৫-এর ৯, ১০, ১১, ১২, ২৯, ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন ১-এর ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে এ জরিপ কার্যক্রম পরিচালিত হবে।
জরিপ পরবর্তী প্রতিবেদন সম্পর্কে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবগত করা হবে। মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হবে। যেসব স্থানে এডিস মশার ঘনত্ব পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিকভাবে লার্ভিসাইড ছিটানো হবে।
বাংলাদেশ সময়: ১০:২৫:২২ ৫৩৪ বার পঠিত