শনিবার, ৩ আগস্ট ২০১৩
পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫৮,১৯৭
Home Page » জাতীয় » পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫৮,১৯৭বঙ্গ- নিউজ ডটকমঃআজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) পরীক্ষার ফল দেওয়া হচ্ছে আজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ইউজার নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠানের ফল পাওয়া যাবে। এছাড়া, ইন্টারনেটের www.educationboardresults.gov.bd ঠিকানায় ব্রাউজ করেও ফল জানা যাবে। এছাড়া, টেলিটকসহ অন্যান্য অপারেটরের মোবাইলে মেসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য HSC ও মাদ্রাসা বোর্ডর জন্য Alim লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে পাসের সাল দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালেও ফল জানা যাবে। ফল পুনঃনিরীক্ষণ ৪ থেকে ১৩ আগস্ট কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে বিষয় কোর্ড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তবে এ ক্ষেত্রে প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেয়া হবে। দুই পত্রের বিষয়গুলোর জন্য ৩০০ টাকা কেটে নেওয়া হবে। ফিরতি এসএমএসে টাকা কেটে নেওয়ার তথ্য জানিয়ে পিন নম্বর দেওয়া হবে। আবেদনে রাজি থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে কনট্যাক্ট নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একই এসএমএসের মাধ্যমে পর্যায়ক্রমে বিষয় কোড লিখে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। উল্লেখ্য, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন নিবন্ধিত পরীক্ষার্থী ছিল। ৭ হাজার ৮০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ পরীক্ষার্থীরা ২ হাজার ২৮৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন। আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন। ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৪:১৫:২৯ ৪৮৩ বার পঠিত