বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
দুবাইয়ে অস্ত্রোপচার হলো মুমিনুলের আঙুলে
Home Page » ক্রিকেট » দুবাইয়ে অস্ত্রোপচার হলো মুমিনুলের আঙুলে
মোঃ সুমন হোসেন , প্রতিনিধি বঙ্গনিউজঃবাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার দুবাই যাওয়ার পর একদিন পরেই বুধবার অস্ত্রোপচার করা হলো।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল। স্ক্যান রিপোর্টে ফ্রাকচার দেখা যায়।
এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। ফলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মুমিনুলের আর খেলা হবে না। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার জন্যই দ্রুত অস্ত্রোপচার করানো হয়েছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় সেটি করানোর পরিকল্পনা থাকলেও করোনাকালে জটিলতার কারণে শেষ পর্যন্ত দুবাই বেছে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৬ ৪৮০ বার পঠিত #আঙুলে #টেস্ট দলের অধিনায়ক #মুমিনুল