বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

ইমরান হাশমি ও সানি লিওনের ছেলে!

Home Page » বিনোদন » ইমরান হাশমি ও সানি লিওনের ছেলে!
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০



 ইমরান হাশমি ও সানি লিওনের

মোঃ সুমন হোসেন , প্রতিনিধি বঙ্গনিউজঃশিরোনাম দেখে কি চমকে উঠলেন? কখন সাতপাকে বাধা পড়েছিলেন ইমরান হাশমি আর সানি লিওন? তাদের আবার ২০ বছর বয়সী একটি ছেলেও আছে!

বলিউডের দুই রোমান্টিক তারকার এ ছেলে পড়েন ভারতের বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে মুজাফরনগরের একটি কলেজে।

জি নিউজ জানায়, সম্প্রতি ইমরান-সানির এই ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে।

আদতে বিহারের ওই তরুণ ইমরান ও সানির সন্তান নন। কলেজের অ্যাডমিট কার্ডের গোলমালের কারণে এমন কাণ্ড ঘটল।

জানা যায়, ওই তরুণের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছে।

তবে এই কাজ কে করেছে, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটিও এর জন্য সন্দেহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:০৬   ৫১৮ বার পঠিত   #  #