বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
পূর্ণাঙ্গ পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে আজ
Home Page » জাতীয় » পূর্ণাঙ্গ পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে আজবিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। বহু আকাক্সিক্ষত এক যাত্রার অবসান হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সবকিছু ঠিক থাকলে এদিন বসিয়ে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি। ৪১তম স্প্যানে দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু। এজন্য অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পাড়ের মানুষ।
যাত্রাটা শুরু হয়েছিল এখন থেকে ৩ বছর আগে, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের দূরত্বই বলে দিচ্ছে, আর মাত্র একটি স্প্যান। তারপর পদ্মা সেতুর দুই পাড়ের মধ্যে ঘটবে মিলন।
করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্প্যানের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেঁটে দেয়া হয়েছে। দুদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশজুড়ে। স্প্যানের গায়ে লিখে রাখা হয়েছে, যে শ্রমিকদের শ্রমে-ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাঁথা।
বাংলাদেশ সময়: ১০:৫৫:২১ ৩৬৬ বার পঠিত #পদ্মা সেতু #৪১তম স্প্যান