বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
শুধু তোমার জন্য- উলফাৎ পারভীন রোজী
Home Page » সাহিত্য » শুধু তোমার জন্য- উলফাৎ পারভীন রোজীসবুজ দিগন্তে সূর্য লাল
শিশির ভেজা ঘাসের ডগায়
ভোরের প্রথম সোনালী আলো,
কিছু স্বপ্নিল স্মৃতি
কিছু অনুভূতি,
সেদিনও ছিলো ভালবাসা
সকালের রোদ, বিকালের ছায়া
গোধূলীর রং, মেঘের মায়া,
আজও অফুরন্ত।
আজকের দিনের এই রোদেলা সকাল
নতুন সূর্য, নতুন ক্ষণ,
আলোকিত এই পৃথিবীতে
ভরে থাকা ভালোলাগা,
ভালবাসা নিয়ে আমি
ভালবাসি সব সৃষ্টিকে।
সেদিনও ছিলো তোমার জন্য
গোলাপ, গাঁদা, মাধবীলতা,
গান, কবিতা, সুর, ছন্দ
আজও তোমার জন্য
কেতকী, কদম, কাঠালী চাঁপা
সুর-সংগীত, নৃত্য-নূপুর অফুরন্ত।
আজকের দিনের এই স্বপ্ন সকাল
স্নিগ্ধ বিকাল, তারাভরা রাত
আলোকিত এই পৃথিবীতে
ভরে থাকা ভালোলাগা
রেখে দেব অন্তরে।
সেদিনও ছিলো ভালবাসা
আকাশের নীলিমা, চাঁদের পূর্নিমা
পাহাড়ের ঝর্ণা, নদীর মোহনা।
কিছু কথা অন্তহীন
কিছু ভালবাসা সীমাহীন,
আজও অফুরন্ত।
হৃদয়ে লাল-সবুজ,
লাল আমার হৃদয়
সবুজ ভালোবাসা
উজার করে দিয়েছি তোমার জন্য
শুধু তোমার জন্য,
স্বাধীনতা
তুমি স্বাধীনতা।
বাংলাদেশ সময়: ১৯:২৫:০৭ ৬৮১ বার পঠিত #কবিতা #বাংলা #বিজয় #ভালবাসা #স্বাধীনতা