মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিজিডিসিএল এর অভিযান!
Home Page » সারাদেশ » অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিজিডিসিএল এর অভিযান!
মিজানুর রহমান শাকিলঃআজ(মঙ্গলবার) কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়, সরকারের জ্বালানী মন্ত্রনালয়ের জাতীয় গ্যাস বিতরণে নিয়োজিত বিজিডিসিএল, কুমিল্লা, কর্তৃক মুজিব বর্ষের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় প্লাস্টিকের ১০০০ফিট হোজ পাইপ গ্যাস সংযোগ সহ বিচ্ছিন্ন করা হয়,মোট ০৩টি অবৈধ ও ঝুঁকিপুর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা হয়!
উল্লেখ্য ঐ এলাকায় প্রায় ২৫০০ মানুষের বসবাস, বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে পাঁচ/ ছয়টি পরিবার ঝুঁকি নিয়ে চুরি করে সরকারি গ্যাস অবৈধ ভাবে ব্যাবহার করছে!সফল এ অভিযানটি পরিচালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিজিডিসিএল।ইঞ্জিনিয়ার মোঃ মোবারক হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিজিডিসিএল ! ইঞ্জিনিয়ার অাক্তার জামান!এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার!মোঃ জাহাঙ্গীর হোসেন!সাব-এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার!ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন ভূঁইয়া জানিয়েছেন,”গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে তাৎক্ষনিক রিপোর্ট প্রশাসনে জমা দেওয়া হয়েছে”।এছাড়াও তিনি পরামর্শ দিয়েছেন ,”অবৈধ সংযোগ বন্ধে অাপনারা ১৬৫২৩ ইমারজেন্সি নাম্বার বিজিডিসিএল,অথবা ৯৯৯ এ কল দিয়ে রাষ্ট্রের উন্নয়নকে অব্যাহত রাখুন”!
বাংলাদেশ সময়: ১৯:২৬:৪৮ ৫৭৯ বার পঠিত #অবৈধ ও ঝুঁকিপুর্ণ সংযোগ #গ্যাস #বিজিডিসিএল