সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

টানা ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

Home Page » প্রথমপাতা » টানা ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
সোমবার, ৭ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি
বঙ্গনিউজঃ ঘন কুয়াশায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার রাত সোয়া ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত টানা ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১০ ঘণ্টা সোমবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত সোয়া ১২টার দিকে নৌপথ কুয়াশার চাদরে ঢেকে ফেলে। এ পরিস্থিতিতে রাত সোয়া ১২টার দিকে কর্তৃপক্ষ যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। ঢাকাগামী এ কে ট্রাভেলস পরিবহনের যাত্রী তাহমিনা আক্তার বলেন, রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। এসে শুনি কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। ঘাটেই রাত থাকতে হয়েছে।

অপরযাত্রী নুশরাত আরা বলেন, কুয়াশার মধ্যে আমরা যারা নারী আছি, তাদের জন্য ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই। একদিকে কুয়াশার কারণে দশ ফিট দূরে কিছু দেখা য়ায় না, নিরাপত্তার অভাবে ভ্রাম্যমাণ টয়লেটে যেতে সাহস পাচ্ছি না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৭   ৩৯৬ বার পঠিত   #  #  #  #  #