রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
“বায়না”-তানজীনা ফেরদৌস
Home Page » বিবিধ » “বায়না”-তানজীনা ফেরদৌস
রোজ বিকাল টা শূন্য ভীষণ, তোমার বায়না ছাড়া
বিকালটা তখন অম্লমধুর, তোমায় বারণ করা।
তোমাকে যত পর করেছি,হয়েছো ততই আপন
তুমিই আমার দুঃখ হাজার, সুখের সাতকাহন।
তোমার কাছে হয়নি বলা,হৃদয় দিয়েছি কবেই
তোমার বায়না,আমার বারণ, ভাললাগার সাথেই।
ভাবছি তোমায় প্রশ্ন করবো কাছে থাকো যখন
তোমাকে এত কাছে পায়, তবু কেন পর লাগে ভীষণ?
দূরে গেলেই ফাঁকা লাগে, বুকটা জুড়ে খাঁ খাঁ
তোমায় ছাড়া সারাটাক্ষন, তোমায় কেবল শ্বাস প্রশ্বাসে রাখা।
না আসুক আমার এমন বিকালবেলা
যে বিকালে বারণ নেই,আর তোমার বায়না ছাড়া।
তোমার এই বায়নাগুলোই, ভালোলাগার কারণ
আমার সারাদিনের বিকালবেলায় তোমায় করা বারণ।
তোমাকে যত না বলা কথা,বলতে চায় সেদিন
যে বিকালে একলা থাকি,বুকটা কেবল খাঁ খাঁ করে যেদিন।
বাংলাদেশ সময়: ১৬:১৯:২৪ ৭৭০ বার পঠিত ##তানজীনা ফেরদৌস ##বায়না #কবিতা #বাংলা কবিতা