রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

মধ্যনগরে আলোচিত সেই নবজাতকের জনক-জননীর বিবাহ সম্পন্ন

Home Page » সারাদেশ » মধ্যনগরে আলোচিত সেই নবজাতকের জনক-জননীর বিবাহ সম্পন্ন
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০



---সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের আলোচিত নবজাতকের জনক-জননীর সামাজিকভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন করা হয়েছে।

শনিবার  বিকেলে মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের হামিদপুর গ্রামের নুর ইসলামের  বাড়িতে তার কন্যা ও  নবজাতকের জননী সানু আক্তার চানবানুর সাথে নবজাতকের জন্মদাতা তৈয়ব আলীর  ছেলে সুমন মিয়ার সাথে  ইসলামি শরীয়াহ মোতাবেক তওবা-তাফসীর পড়িয়ে  এই বিবাহ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন  হামিদপুর গ্রামের  শামছুদ্দিন মাস্টার, আজিম উদ্দিন,শফিকুল ইসলাম,সাইজউদ্দিন, সোনা  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:১২:২৭   ৬৫৬ বার পঠিত   #  #