শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
নিয়ম মেনেই সবকিছু করেছে ভারত !!!!
Home Page » ক্রিকেট » নিয়ম মেনেই সবকিছু করেছে ভারত !!!!মোঃ সুমন হােসনে ,প্রতিবেদক বঙ্গনিউজঃ অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জয় পেয়েছে ভারত। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ‘কনকাশন’ বদলি হিসেবে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নামানো নিয়ে।
নিয়ম মেনেই সবকিছু করেছে ভারত। ম্যাচ রেফারি ডেভিড বুনও ভারতের যুক্তি মেনে বদলি করতে দিয়েছেন। কিন্তু নিয়ম মানলেও ভারত নিয়মের ফাঁক কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছে বলে মনে করছেন অনেকেই। গতকাল ম্যাচের পরই ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, ‘আইনের ফাঁক খোঁজায় আমরা ওস্তাদ!’ এমনকি ‘কনকাশন’ বদলির বিষয়ে নতুন করে ভাবতে বলেছেন আইসিসিকে।
সাবেক ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা বলেছেন, “প্রতিটি নিয়মেরই ফাঁক আছে, ভারত আজ এটার ফায়দা নিয়েছে।”
এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ খেলা হচ্ছে না জাদেজার। জাদেজার বদলে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে ভারত।
বাংলাদেশ সময়: ১৩:৫৪:৪১ ৪৪২ বার পঠিত #যুজবেন্দ্র চাহাল #রবীন্দ্র জাদেজা #‘আইনের ফাঁক