শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
মেঘের অনেক রঙ আকাশে আমি, কবিতা নয়, তোমার কাছে বৃষ্টি - উলফাৎ পারভিন রোজী
Home Page » সাহিত্য » মেঘের অনেক রঙ আকাশে আমি, কবিতা নয়, তোমার কাছে বৃষ্টি - উলফাৎ পারভিন রোজীধূলট মেঘ, তুলট মেঘ, কাজল মেঘ,
আড়িয়া মেঘ, হাড়িয়া মেঘ, কুড়িয়া মেঘ,
সাদা মেঘ, পেঁজা মেঘ, কালো মেঘ।
শরতের নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
পেঁজা পেঁজা তুলোর মত
করছে মেঘের খেলা।
ঐ গগনে নীলাম্বরী
ভাসছে মেঘের দল,
শরৎ শোভায় এই পৃথিবী
করছে ঝলমল।
শরতের আকাশে পেঁজা পেঁজা তুলোর মত খন্ড
খন্ড মেঘ ভেসে থাকতে দেখা যায়। এই মেঘগুলোর নীচের অংশ সমতল আর উপরের দিকে ছোট ছোট
খন্ড স্তপ করে রাখা বলে মনে হয়, এই কারণে এদেরকে স্তপ মেঘ( Cumulus) বলা হয়। এই মেঘে সাধারনত বৃষ্টি হয়না।
যে সব মেঘে বৃষ্টি হয় তাদেরকে বলে নিম্বাস(Nimbus)। এর অর্থ - ‘বৃষ্টি মেঘ’। স্তপ(Cumulus) মেঘগুলো বৃষ্টি ঝড়ানোর জন্য পরিনত হয় কুউমুলো নিম্বাসে(Cumulo Nimbus), তখন তীব্র বৃষ্টি, ঝড় এমনকি টর্নেডোও হতে পারে।
আর স্তর (Stratus) মেঘগুলো বৃষ্টি ঝড়ানোর জন্য পরিনত হয় (Nimbo Stratus)এ, তখন প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি করে বৃষ্টি হতে পারে।
শীতের ঐ দূর গগনে
শুভ্র সাদা রঙে
আকাশ কেমন সাজে,
মেঘে মেঘে সপ্নগুলো
আমায় যেন খুঁজে।
শীতের সময় দূর আকাশের সবচেয়ে উচুতে সাদা সাদা পাতলা পালকের মত সারা আকাশে যে মেঘগুলো ভেসে বেড়ায় তাদেরকে বলে অলক মেঘ বা সিরাস মেঘ (Cirrus)। এরা এতোটাই উচুতে থাকে যে, এদের বৃষ্টি মাটিতে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে যায়। অলক মেঘ বা সিরাস মেঘের ( Cirrus) বিষেষ দুইটি রুপ আছে।
অনেক সময় এই মেঘগুলো সাইক্লোন, ঘূর্ণীঝড় বা তুষার ঝড়ের সংকেত দিয়ে যায়।
শুধু মাত্র অলক মেঘ ( Cirrus) পৃথিবী ছাড়া মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুনে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১০:৫২:৫৩ ১১৩৮ বার পঠিত #উলফাৎ #কবিতা #বাংলা #মেঘ #রোজী