শনিবার, ৩ আগস্ট ২০১৩
“বিশ্বের সবচেয়ে উঁচু কংক্রিটের বাঁধ নির্মাণ করছে ইরান”
Home Page » এক্সক্লুসিভ » “বিশ্বের সবচেয়ে উঁচু কংক্রিটের বাঁধ নির্মাণ করছে ইরান”বঙ্গ- নিউজ ডটকমঃ কংক্রিটের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করবে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে নির্মিত হবে এই বাঁধ।
ইরানের পানি সম্পদ ও বিদ্যুত উন্নয়ন কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা মোহাম্মাদ রেজা রেজাজাদেহ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ৩২৫ মিটার উঁচু এই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে আজ (বুধবার)।
একদল পদস্থ কর্মকর্তার উপস্থিতিতে উদ্বোধন করা হবে এই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ।
রেজাজাদেহ জানিয়েছেন, এই বাঁধের পানি-বিদ্যুত উতপাদন কেন্দ্র এক হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুত উতপাদন করতে সক্ষম হবে। কেন্দ্রটির বিদ্যুত উতপাদন ক্ষমতা বছরে তিন হাজার গিগাওয়াট পর্যন্ত উন্নত করা যাবে বলেও তিনি জানান।
এই বাঁধ বাখতিয়ারি ও দেজ নদীর ৫০০ কোটি ঘন মিটার পানি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে বলে রেজাজাদেহ উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১১:২৪:১২ ৫৫৬ বার পঠিত