বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
মাশরাফিকে নিয়ে টানাটানি; সমাধান হবে লটারিতে
Home Page » খেলা » মাশরাফিকে নিয়ে টানাটানি; সমাধান হবে লটারিতেচোট থেকে সেরে উঠছেন মাশরাফি বিন মুর্তজা। তাকে অনুশীলনেও দেখা গেছে। এখন চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাশকে পেতে শুরু হয়েছে দুই দলের লড়াই। তাকে পেতে ইতোমধ্যেই আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। যদিও মাশরাফি কবে ফিটনেস ফিরে পাবেন কেউ জানে না। তবে চলতি টুর্নামেন্টের শেষদিকে তাকে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
বঙ্গবন্ধু কাপ শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় মাশরাফিকে নিতে কোনো দল আগ্রহী হলে সেটা সম্ভব। তবে একাধিক দল আগ্রহী হলে সেক্ষেত্রে লটারি হবে। বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে খুলনা দলটি তারকাবহুল। আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল-আমিন হোসেনরা। তারপরেও মাশরাফিকে নেওয়ার জন্য এই দুই দল লড়াইয়ে নেমেছে। কারণ- তিনি মাশরাফি!
মাশরাফির জন্য গতকাল বুধবার আবেদন করেছে জেমকন খুলনা। আগের দিন আবেদন করেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আর কোনো দলের আবেদনের কথা শোনা যায়নি। গত ১ ডিসেম্বর মিরপুরে অনুশীলনে ফিরেছেন মাশরাফি। বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানিয়েছেন, মাশরাফি ১০ কেজি ওজন ঝরিয়েছেন। আরও ওজন কমানোর জন্য কাজ করছেন। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৮ ৫০৪ বার পঠিত #টুর্নামেন্ট #মাশরাফি #সাকিব আল হাসান