মাশরাফিকে নিয়ে টানাটানি; সমাধান হবে লটারিতে

Home Page » খেলা » মাশরাফিকে নিয়ে টানাটানি; সমাধান হবে লটারিতে
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০



---

চোট থেকে সেরে উঠছেন মাশরাফি বিন মুর্তজা। তাকে অনুশীলনেও দেখা গেছে। এখন চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাশকে পেতে শুরু হয়েছে দুই দলের লড়াই। তাকে পেতে ইতোমধ্যেই আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। যদিও মাশরাফি কবে ফিটনেস ফিরে পাবেন কেউ জানে না। তবে চলতি টুর্নামেন্টের শেষদিকে তাকে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

বঙ্গবন্ধু কাপ শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় মাশরাফিকে নিতে কোনো দল আগ্রহী হলে সেটা সম্ভব। তবে একাধিক দল আগ্রহী হলে সেক্ষেত্রে লটারি হবে। বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে খুলনা দলটি তারকাবহুল। আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল-আমিন হোসেনরা। তারপরেও মাশরাফিকে নেওয়ার জন্য এই দুই দল লড়াইয়ে নেমেছে। কারণ- তিনি মাশরাফি!

মাশরাফির জন্য গতকাল বুধবার আবেদন করেছে জেমকন খুলনা। আগের দিন আবেদন করেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত আর কোনো দলের আবেদনের কথা শোনা যায়নি। গত ১ ডিসেম্বর মিরপুরে অনুশীলনে ফিরেছেন মাশরাফি। বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার জানিয়েছেন, মাশরাফি ১০ কেজি ওজন ঝরিয়েছেন। আরও ওজন কমানোর জন্য কাজ করছেন। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৮   ৫১২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ