বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর ম্যাগাজিন “দুরন্ত” এর মোড়ক উন্মোচন
Home Page » শিক্ষাঙ্গন » বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর ম্যাগাজিন “দুরন্ত” এর মোড়ক উন্মোচনমোন্নাফ হোসাইন নিরব বঙ্গনিউজ রাবি প্রতিনিধিঃ ১ ডিসেম্বর, ২০২০ অর্থাৎ বিজয় মাসের প্রারম্ভে বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের
শিল্প ও সাহিত্য বিষয়ক ম্যাগাজিন “দুরন্ত” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানটি ভার্চুয়ালি জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত যারা ছিলেন -
১. শেখ সামস মোরসালিন, সহযোগী অধ্যাপক,
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২.মোঃ শাহীনুর আলম
সহকারী অধ্যাপক,
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. মোঃ কামরুজ্জামান
সহকারী অধ্যাপক,
সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান তালুকদার এর সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তিনি জানান, ‘দুরন্ত ‘ ম্যাগাজিনটি বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর ভবিষ্যত রেফারেন্স হিসেবে কাজ করবে। আরও জানান, নতুন ভলেন্টিয়ার এবং পৃষ্ঠপোষকদের অনুপ্রেরণায় ভবিষ্যতে ম্যাগাজিনটি আরো বড় পরিসরে এগিয়ে যাবে। তিনি ম্যাগাজিনের লেখকবৃন্দদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর মডারেটর শেখ সামস মোরসালিন, সহযোগী অধ্যাপক,
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তিনি তার বক্তব্যে স্পষ্ট করে তুলে ধরেন ম্যাগাজিন প্রকাশনার উদ্দেশ্য। তিনি বলেন, বর্তমানে ভলেন্টিয়ারদের সৃজনশীলতা বিকাশকে এগিয়ে নেওয়ার জন্য এই উদ্যোগ সক্রিয় ভূমিকা পালন করবে।
এরপর বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর কো-মডারেটর মোঃ শাহীনুর আলম,
সহকারী অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাগাজিনটি বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর কার্যক্রম সম্পর্কে আগামী দিনে সুষ্পষ্ট ধারনা দিবে মনে করেন তিনি। এছাড়া অন্যান্য অতিথিরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সকলেই ম্যাগাজিনটির ভূয়সী প্রশংসা করে এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্রিয়েটিভ সেক্রেটারি সাইফুল আলম তালুকদার, ভলান্টিয়ারদের মধ্যে বক্তব্য রাখেন- মো. রায়হান ও খাদিজা ইসরাত লিন্ডা।
এই ম্যাগাজিনটি সম্পাদনা ও আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মঞ্জুর মোর্শেদ শোভন, সেন্ট্রাল মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ।
অবশেষে, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাবের ওবায়েদ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি জানান,চিন্তার খোরাক জানার জন্য ম্যাগাজিন একটি অন্যতম মাধ্যম। ম্যাগাজিন প্রকাশনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ আগামী দিনগুলোতেও এমন অসাধারণ উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ০:২৪:২৬ ১২১২ বার পঠিত #ইয়ুথ #উন্নয়ন #দূরন্ত #যুব