বুধবার, ২ ডিসেম্বর ২০২০
ভাঙ্গায় সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধণা
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধণা
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমানকে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের আয়োজনে পৌর বাজারের ফাইভ স্টার সুপার মার্কেটে অবস্থিত ফ্লেভার ফুড ক্যাফেতে এ সংবর্ধণা দেয়া হয়।
ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজিবর মুন্সির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, ভাঙ্গা থানাকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কতটুকু পেরেছি তা আপনারা জানেন। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কাজ আমি করতে দেইনি। আপনারা (সাংবাদিকবৃন্দ) আমাকে তথ্য দিয়ে অনেক সহযোগিতা করেছেন। আমি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ টি এম ফরহাদ নান্নু, সিএনএন বাংলা চ্যানেলের স্টাফ রিপোর্টার মোঃ সাহাদাত হোসেন, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি মুন্সি মনিরুজ্জামান, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক মিয়ান মোঃ আলমগীর, চ্যানেল এস ও আমাদের নতুন সময় এর প্রতিনিধি ওবায়দুর রহমান প্রমুখ।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৃষ্টি টেলিভিশন এর প্রতিনিধি মাসুম আল ইসলামের সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জের সহধর্মিনী রেজোয়ানা সুলতানা, চ্যানেল মাইটিভি এর প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, ডেইলি অবজারভার এর প্রতিনিধি মাহমুদুর রহমান তুরান, দৈনিক খবরপত্র এর প্রতিনিধি সৈয়দ নবাবজাদা, সাংবাদিক মোঃ ফারুক হোসেন, সাংবাদিক অন্তর চন্দ্র ধর, সাংবাদিক মোঃ মেহেদি হাসান, সাংবাদিক মোঃ লিমন ইসলাম, সাংবাদিক জুয়েল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান গত ০৩ ডিসেম্বর ২০১৯ এ থানায় যোগদান করেন। এর পরে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য বেশ কয়েকটি ভূমিকা রাখেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৩ ৬১১ বার পঠিত #অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান #ফরিদপুর #বিদায় সংবর্ধণা #ভাঙ্গা