মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০

মায়ের বিলাপ-রাধাবল্লভ রায়

Home Page » সাহিত্য » মায়ের বিলাপ-রাধাবল্লভ রায়
মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০



রাধাবল্লভ রায়

অঝোরে কাঁদিছে মা
কত ব্যথা বুকে
পেয়েছে সুযোগ আজ
বুঝাবে ছেলেকে ।
ছেলে তার বিপথগামী
চুরি ডাকাতি করে
করে যত অন্যায় কাজ
কাউকে না ডরে।
খুন - ধর্ষণ, ছিনতাই - লুণ্ঠন
জুয়াতে হয় কালক্ষেপণ
পারঙ্গম কু-কর্মে সদা
সাথে মাদক সেবন।।
মা বলে, ” আমায় ছুঁয়ে তুমি
কথা দাও আজ
করবে না কখনো তুমি
এসব মন্দ কাজ ।
পড়াশুনা করে তুমি
মস্ত মানুষ হবে
আদর সম্মান করবে সবাই
চির সুখে রবে।।”
একমাত্র সন্তান তার
আঁধার ঘরের বাতি
স্বামীহারা অভাগী
কাঁদে দিবারাতি।
আশা পূর্ণ হলো না মায়ের
মানুষ হলো না ছেলে
মনের আশা মনে রইলো
দুঃখ কপালে।
অতি কষ্টে বৃদ্ধা মাতা
মারা গেল শেষে
মরণকালে কাঁদে মা
ছেলের সর্বনাশে।।
ধরা পরল দুষ্ট ছেলে
এসব কারণে
যেমন কর্ম তেমন ফল
আছে বচনে।
আমৃত্যু কারাদণ্ড
বন্দী লোহার ফাঁদে
মনে পরে তার মায়ের কথা
মন যে এখন কাঁদে।।

বাংলাদেশ সময়: ১০:২৫:২৩   ৫৫০ বার পঠিত   #  #  #  #