সোমবার, ৩০ নভেম্বর ২০২০
হাজী সেলিমের স্ত্রী গুলশানারা আর নেই
Home Page » প্রথমপাতা » হাজী সেলিমের স্ত্রী গুলশানারা আর নেইস্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের স্ত্রী গুলশানারা সেলিম আর নেই। রোববার দিবাগত রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। জানা গেছে, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুলশানারা সেলিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। হাজী সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর পর তাকে দাফন করা হবে।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম আর নেই। তিনি রোববার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন। গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।
গুলশান আরা হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনারও হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তার।
গত ২৫ অক্টোবর রাতে ধানমন্ডিতে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় পরদিন হাজী বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে ইরফান সেলিমকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে ইরফান কারাগারে রয়েছেন। তবে অভিযানের সময় হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরা বাড়িতে ছিলেন না। ছেলে গ্রেফতার হওয়ার মাস পার হতেই মারা গেলেন তিনি।
হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, দীর্ঘ দিন ধরে গুলশান আরা ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে ব্যাংককে নেয়া হয়েছিল চিকিৎসার জন্য। দীর্ঘ দিন সেখানে চিকিৎসার পর গত আগস্টে দেশে ফেরেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন ধরে আইসিইউতে ছিলেন গুলশান আরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ৯:৩৪:১০ ৫৮৬ বার পঠিত #চকবাজার #জানাজা #শারীরিক জটিলতা #স্ত্রীর মৃত্যু #হাজী সেলিম