শনিবার, ২৮ নভেম্বর ২০২০
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে বিরামপুরের ইউএনও
Home Page » সারাদেশ » গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে বিরামপুরের ইউএনও
মো: সুমন হোসেন , প্রতবিদেক বঙ্গনিউজ :কনকনে শীত আর হিমেল হাওয়ার জুবুথুবু হয়ে বিরামপুর শহরের বিভিন্ন স্থানে কাপছে অসহায় মানুষগুলো। আর এই সব বস্ত্রহীন অসহায় মানুষগুলোর পাশে গভীর রাতে গরম কাপড় নিয়ে হাজির হয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার (২৮ নভেম্বর ) ভোর রাত পযর্ন্ত শহরের রেলষ্টেশন, বাজার, রেললাইনের পাশে ও ঢাকা মোড়ে শীতার্তদের গায়ে নিজ হাতে কম্বল জোড়িয়ে দেন তিনি।
দেখা গেছে শীতের আগমনে হতদরিদ্র, অসহায় ও বস্ত্রহীন মানুষগুলো গরম কাপড়ের অভাবে রাতের বেলায় বিভিন্ন স্থানে জরোসরো হয়ে কাপছে।
কথা হয় বিরামপুর রেলষ্টেশনের শুধু লুঙ্গী আর পাতলা পাঞ্জাবী পড়া এক বৃদ্ধর সাথে, তিনি বলেন, আমি যাবো সান্তাহার। শীত পড়ে গেছে, গরীব মানুষ গরম কাপড় কিনতে পারিনি। ঐযে সুট পড়া ভাল মানুষটা আমার গায়ে
একটা কম্বল পড়ে দিলো। আল্লাহ উনার ভাল করবে। এখন আমার আর ঠাণ্ডা লাগছে না।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, দিন দিন শীতের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে। তাই অসহায় অনেক মানুষ বিভিন্ন জায়গাই শীতে কাপছে। তাদের কষ্টের কথা ভেবে গভীর রাতে শহর ঘুরে অসহায়দের গায়ে গরম কম্বল পড়ে দিয়েছি। আজ রাতে প্রায় ১০০ জন শীতার্তদের কম্বল বিতরণ করেছি।
বাংলাদেশ সময়: ১৩:৪৬:৫৪ ৬০১ বার পঠিত #অসহায় #কম্বল বিতরণ #বস্ত্রহীন #শীত #হতদরিদ্র