শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার শেষ সমাধি
Home Page » খেলা » আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার শেষ সমাধি
কাজী মুহাম্মদ মোনায়েম, প্রতিবেদকঃ ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় চলছে নানা প্রস্তুতি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয় কাসা রোসাদায় ‘ফুটবল ঈশ্বর’কে শেষ বিদায় জানানো হবে। করোনা মহামারিতে বিধিনিষেধ থাকা সত্ত্বেও জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে অনুষ্ঠানটি।
এদিকে, মৃত্যুর পর ম্যারাডোনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। পরিবারের সম্মতি নিয়ে তিনি জানান, কিংবদন্তি এই ফুটবলারকে প্রেসিডেন্ট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যানশনে সমাহিত করা হবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া ‘আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, ম্যারাডোনার মদের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা। মদ ছাড়ার পর তার শরীরে অনেক উপসর্গ দেখা দেয় । এজন্য তাকে ওষুধ দিয়ে শান্ত রাখা হচ্ছিল, পুনর্বাসনের জন্য তিগ্রের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেয়া হয়েছিল । তার যকৃৎ ও হৃদপিণ্ডজনিত সমস্যা আগে থেকেই ছিল। মস্তিষ্ক আর পাকস্থলীও ধুঁকছিল। শেষ পর্যন্ত আর লড়াইটা চালিয়ে যেতে পারলেন না ম্যারাডোনা।
এর আগে ম্যারাডোনার মৃত্যুর পরপরই তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় আর্জেন্টিনায়। এছাড়া শুক্রবার পর্যন্ত সব ধরনের জনাকীর্ণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০:৫৪:২৯ ৪৪৫ বার পঠিত