বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

নীলফামারীর ডিমলা উপজেলায় রাস্তার কাজ উদ্বোধন

Home Page » এক্সক্লুসিভ » নীলফামারীর ডিমলা উপজেলায় রাস্তার কাজ উদ্বোধন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০



বঙ্গ নিউজ(সাজ্জাদ কামাল): অবশেষে ডিমলা উপজেলার সোনাখুলি বাসস্ট্যান্ড থেকে সাঁতারুর চৌপতি পর্যন্ত রাস্তাটি পাকা করনের কাজ শুরু হলো।

ফাইল ছবি

বহুল কাঙ্খিত উত্তর সোনাখুলি এবং দক্ষিন সোনাখুলি ওয়ার্ডের প্রতিটি মানুষের প্রানের দাবি সোনাখুলি বাসস্টান্ড থেকে সাঁতারুর চৌপতি পর্যন্ত রাস্তাটির পাকা করনের কাজ অবশেষে আজ থেকে শুরু হলো।রাস্তাটির কারনে এতদিন ঔ এলাকার মানুষগুলোকে অপরিসীম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে এবং সাধারণ মানুষদের বাজারে বা মেইন রোডে আসতে অনেক নাজেহাল হতে হয়েছে।চাষাবাদের দিক থেকে প্রচন্ড উর্বর আবাদি জমি সম্পন্ন ওই এলাকার মানুষের একটাই মূল সমস্যা ছিল এই রাস্তাটি।এ কারনে বারবার সরকারের উচ্চ মহলে যোগাযোগ করা হলে,অবশেষে আজ সেই রাস্তাটি পাকা করনের কাজ শুরু হলো।রাস্তাটি পাকা করন কাজের উদ্বোধনকালে ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য মানুষসহ অসংখ্য সুফলভোগি মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন-আমার ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগের কারন এই রাস্তাটি,তাই এ রাস্তাটি পাকা করনের জন্য আমি সরকারের উচ্চ পর্যায়ে সকলকে অনুরোধ করেছিলাম।আমাদের ডোমার-ডিমলা(নীলফামারী-১)আসনের সম্মানিত এমপি জনাব আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার মহোদয় আমাকে এ কাজে অনেক সাহায্য করেছেন।এজন্য আমি এমপি মহোদয় সহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে গ্রামীন উন্নয়ন ও সেবা প্রদানে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

নীলফামারীর ডিমলা উপজেলায় রাস্তার কাজ উদ্বোধন

বাংলাদেশ সময়: ১২:১১:৪২   ৬৫৯ বার পঠিত