বুধবার, ২৫ নভেম্বর ২০২০
দেশে করোনায় মৃত্যু বেড়েই চলেছে
Home Page » জাতীয় » দেশে করোনায় মৃত্যু বেড়েই চলেছেবঙ্গনিউজঃ দেশে আবারো বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু। একই সঙ্গে বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। দিন দিন এই সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত রোগী হয়েছে ২১৫৬ জন।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৮৭ জন। আর শনাক্ত বেড়ে হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। মোট সুস্থ ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।
১১৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৬ লাখ ৯৬ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:০৭:০১ ৫২৬ বার পঠিত