মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান মান্না সাময়িক বরখাস্থ

Home Page » সারাদেশ » অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান মান্না সাময়িক বরখাস্থ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০



ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না

স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার  চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নাকে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্থ করা হয়েছে।



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে।


প্রজ্ঞাপণে জানানো হয়, ধর্মপাশা উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ ৩ লাখ ৮৮ হাজার ৮৫০ টাকা আদায় করে ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা করে অবশিষ্ট টাকা আত্মসাত করা, সরকারি ভিজিডি ও শিশু খাদ্য আত্মসাত, বেআইনীভাবে ভিজিডির কার্ডধারীদের কাছ থেকে প্রতি মাসে লেবার খরচ দেখিয়ে অর্থ আদায়, ইউপি সদস্য ওয়াসিল আহম্মেদ জেল হাজতে থাকার পরও তার স্বাক্ষর জাল করে পরিষদের কার্যক্রম পরিচালনা এবং একক সিদ্ধান্তে পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু এসব কর্মকান্ড জনস্বার্থের পরিপন্থী। ফলে তার পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো মর্মে ওই প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়েছে।


আজ  (২৪ নভেম্বর) বিকেলে  এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

বাংলাদেশ সময়: ২১:১০:৫০   ৫৫০ বার পঠিত