মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে নামছেন সাকিব

Home Page » ক্রিকেট » নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে নামছেন সাকিব
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০



সাকিব

মো: সুমন হোসেন ,প্রতিবেদক বঙ্গনিউজ :নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আনুষ্ঠানিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দিনই মাঠে নামছেন সাকিব। তার দল জেমকন খুলনার প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। মাঠে নামার আগে গতকাল জেমকন খুলনার অনুশীলন জার্সি গায়ে জড়িয়ে মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছেন সাকিব। সাকিবের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের দিনটি অনেক গুরুত্বের। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব আল হাসান) জন্য অনেক বড় দিন। এক বছর পর সে মাঠে ফিরছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপুর্ণ দিন। কারণ, ওর মতো সামর্থ্যবান খেলোয়াড় ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।’ তামিমের কণ্ঠে সুর মিলিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘সাকিবের ফেরা অবশ্যই বড় একটি বিষয়। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নম্বর ওয়ান অলরাউন্ডার এবং আমাদের নম্বর ওয়ান খেলোয়াড়। এটা পুরো টুর্নামেন্টের জন্যই বড় একটা পাওয়া। তার সঙ্গে ও বিপক্ষে যে তরুণরা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয় এটা ভবিষ্যতেও খুব কাজে দেবে।’ সাকিব খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে। তাকে পেয়ে উৎফুল্ল খুলনার অধিনায়ক, ‘সাকিবকে পেয়ে সত্যিই ভালো লাগছে। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কত। সেটা আন্তর্জাতিক মঞ্চে হোক কিংবা ঘরোয়া ক্রিকেটে। আমরা সবাই খুশি ওর জন্য, কারণ সে ফিরে এসেছে এবং আমাদের দলেই খেলছে। তাকে একই দলে পাওয়া সত্যিই অসাধারণ।’ দীর্ঘদিন পর মাঠে ফিরলেও সাকিবের ওপর পূর্ণ আস্থা মাহমুদউল্লাহর। তার বিশ্বাস, অভিজ্ঞতা ও পারফর্ম সাকিবকে বহুদূর এগিয়ে নেবে। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি সবসময় একটা ব্যাপার বিশ্বাস করি- সাকিবের যে সামর্থ্য, তাতে কোনও প্রশ্ন থাকবে না তার অর্জন কিংবা তার পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি প্রথম ম্যাচেই সে নিজেকে মেলে ধরতে পারবে। আমি তার মধ্যে ক্ষুধা দেখতে পাচ্ছি। সে খুব উদগ্রীব খেলার জন্য। মুখিয়ে আছে ভালো খেলতে।’

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৭   ৪৭৬ বার পঠিত   #  #