মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
শিউলি কথকথা - উলফাৎ পারভিন রোজী
Home Page » সাহিত্য » শিউলি কথকথা - উলফাৎ পারভিন রোজী
শিউলি ফুলের বৈজ্ঞানিক নামের অর্থ সন্ধ্যায় ফোঁটা বিষন্ন গাছ। সন্ধ্যায় ফোঁটে আর সুর্য উঠার আগে ঝড়ে যাওয়ার মাঝে বিষন্নতার কাজ করে। Tree of sorrow - দুঃখের বৃক্ষ - দুঃখের ফুল।
শিউলি ফুল, শিউলি ফুল
জাফরানি বোটা
দুধসাদা ছয় পাপড়ি,
রাতে প্রাণ আর
ভোরে আত্মাহুতি।
শিউলি ফুল, শিউলি ফুল
ভোরের আলোয় দুঃখ নিয়ে
শিক্ত দেহে ঝড়ে পরে
শিশির ভেজা সবুজ ঘাসে
স্বর্গীয় সুরভিতে।
শিউলি তলায় ভোর বেলায়
শুভ্র কোমল স্নিগ্ধতায়,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
শিশির ভেজা শিক্ত সকাল,
দুহাত ভরা শিউলির ঘ্রাণ
তারি গন্ধে নতুন প্রাণ।
শিউলি ফুল দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এই ফুল পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল।
শিউলির আরেক নাম শেফালী বা পারিজাত!
হিন্দু পৌরাণিক কাহিনীতে পারিজাত ফুলকে স্বর্গের শোভা বলে উল্লেখ করা হয়েছে।
হিন্দু দেবতার পূজোয় শিউলিই এমন ফুল যেটি মাটিতে ঝড়ে পরলেও তাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে।