সোমবার, ২৩ নভেম্বর ২০২০
টি ২০ ধুমধাড়াক্কা
Home Page » ক্রিকেট » টি ২০ ধুমধাড়াক্কাআইভি হোসেন বঙ্গনিউজঃ সৌম্য সরকার ও সাব্বির রহমান দু’জনই আক্রমণান্তক ব্যাটসম্যান। টি ২০ টুর্নামেন্টে তাদের ধুমধাড়াক্কা ব্যাটিং দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। কিন্তু বছরের পর বছর সেই তৃষ্ণা মেটে না। আরও একটি টি ২০ টুর্নামেন্ট চলে এলো।
সাব্বির এবার খেলবেন বেক্সিমকো ঢাকার হয়ে। সৌম্য গাজী গ্রুপ চট্টগ্রামে। বিসিবি প্রেসিডেন্টস কাপে সাব্বির পাঁচ ম্যাচে মাত্র ৩৯ রান করেন। তিনি বলেন, ‘আমরা যারা ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণির ম্যাচ খেলি, তারা সবাই অপেক্ষায় আছি। সবার জন্যই এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখন সারা দিন ব্যাটিং করে যে আমি রান করতে পারব, তার কোনো নিশ্চয়তা নেই। রাজশাহীতে থাকার সময় অনুশীলন করেছি।
টুর্নামেন্ট যদি উপভোগ করতে পারি, তাহলে আশা করি ভালো কিছু হবে।’ ২০১৪ সালে সাব্বিরের অভিষেক। ছয় বছর পরও নিজের জায়গা পাকা করতে পারেননি। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখনও নিজেকে তরুণ মনে করেন। তিনি বলেন, ‘আমি এখনও তরুণ, পরিপূর্ণ। শেষ তিন-চার বছর যেটা ছিল না, এখন বুঝতে পারছি। দল আমাকে যেখানে চাইবে সেখানেই ব্যাটিং করার চেষ্টা করব। ওপেনিংয়েও হতে পারে। সাতেও হতে পারে।’
বিসিবি প্রেসিডেন্টস কাপ ভালো যায়নি সৌম্য সরকারেরও। তিনি বলেন, ‘যে কোনো টুর্নামেন্টে একটা লক্ষ্য থাকে। আমারও আছে। সেটা পূরণ করার চেষ্টা করব। ব্যাটিং তো আছেই, বোলিং-পারফরম্যান্সটাও ভালো করার চেষ্টা করব।’
বাংলাদেশ সময়: ১২:৩৬:০২ ৪৭৮ বার পঠিত # #টি ২০ #টুর্নামেন্টে